Blogger Widgets

লাল পিঁপড়ার অলৌকিক ক্ষমতা


লাল পিঁপড়া বা বিষ পিঁপড়া (Fire Ant) নামে পরিচিত এক পিঁপড়াদের একটি প্রজাতিতে রয়েছে চরম একতা । এই ক্ষুদ্র প্রানীদের বুদ্ধিমত্তা দেখে অনেকেই অবাক। প্রায় সব প্রজাতীর পিঁপড়াদেরই দলবদ্ধ হয়ে বসবাস ও খাদ্য সংগ্রহ করতে দেখা যায়। তবে এদের মধ্যে রয়েছে বেশ কিছু মজার মজার অনুশীলন যা শুধু মাত্র বিপদের দিনেই দেখা যায়। কাউ আক্রমণ করার ক্ষেত্রেও একত্রিত হয়ে এগিয়ে যাওয়ার বেশ কিছু দৃষ্টান্ত দেখুন।
পনিতে ভেসে থাকা
একটি পিঁপড়া সহজেই জলে ডুবে যেতে পারে। তবে তারা দলবদ্ধ হয়ে জলে অনায়াসে ভেসে থাকতে পারে। বন্য জলোচ্ছ্বাস বা যে কোন কারনে তাদের ঘর বাড়ি ভেসে গেলে তারা খুব দ্রুত একে অপরের সাথে তাদের পা দিয়ে একটি জালের মতো অবস্থান তৈরী করে। যাতে করে কেউই ডুবে মারা যায় না। এমনকি সবার নিচে যে পিঁপড়াটি থাকে তারও কোন সমস্যা হয় না।
জার্জিয়া ইউনিভার্সিটি অব টেকনোলজীর এমলট কিছু পিঁপড়ার উপরে পর্যবেক্ষণে বিষয়টি নিশ্চত হন। পিঁপড়াদের বাসায় জল ঢালার পরে দেখা যায়-সব পিঁপড়া তাদের ডিমগুলোকে একত্রিত করে একে অপরের সাথে সবগুলো ডিমও তারা নিজেরা ধরে রাখে এবং সহজেই ভেসে থাকে।
এমন কি কোন একটি পিঁপড়া জলে ডুবে যাওয়ার পরেও তাদের হাত বাড়িয়ে দেয় এবং জলের নিচে তাদের অন্যান্যরা থাকলে তাদের সাথে যুক্ত হয়ে ভেসে ওঠে।
তাদের এই একতার মাধ্যমে বেশ কিছু ছবি দেখে নেই

এক.

পিঁপড়াদের এলাকা বন্যায় প্লাবিত হলে তারা এভাবেই একত্রিত হয়

দুই.

একত্রিত হয়ে এখন তারা দিব্যি ভেসে বেড়াচ্ছে

তিন.

কোন গাছের কান্ড ভেঙে পড়লে সেটাকেও ভাসিয়ে রাখার প্রচেষ্টা করে তারা, এবং সবাই মিলে একসাথে

চার.

জলের নিচে বাতাস আছে এমন কোন বস্তু পেলেও সেখানে তারা একত্রিত হয়, ঠিক এভাবে

পাঁচ.

পরীক্ষা করার জন্য এই পিঁপড়াটিকে জলের  নিচে সুতা দিয়ে বেধে ছেড়ে দেওয়া হয়। তখনও সে তার সুং গুলোকে প্রসারিত করে রেখেছে,  অন্য কাউকে পেলে একত্রিত হবে এই প্রত্যাশায়।

ছয়.

জলের উপরে হেটে চলার প্রচেষ্টা।

সাত.

নিজেরাই নিজেদের রাস্তা তৈরী করছে.. শূন্য যাওয়ার জন্য মানুষের মতোই যেন প্রচেষ্টা

আট.

হাতে হাতে বন্ধনকে পর্যবেক্ষণ করা হচ্ছে

নয়.

এবার হয়ে যাক এক কাপ পিঁপড়ার চা…
(আপাততঃ দৃষ্টিতে মনে হচ্ছে আপনি চা খাবেন, অথচ তারাই চা খাচ্ছে  )

0 মন্তব্য(গুলি):

Post a Comment

ধন্যবাদ মন্তব্য করার জন্য

 
back to top