Blogger Widgets

বাংলা ভাষায় বিজ্ঞানকে জনপ্রিয়করনের আন্দোলন

বিজ্ঞানীরা পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণের মাধ্যমে তার বিষয়বস্তু বের করার উদ্দেশ্যে নির্দিষ্ট উপকরণ সমূহ ব্যবহার করেন। কিন্তু তার সিংহ ভাগই ইংলিশ বা অন্যান্য ভাষায় লেখার দরুন সাধারণ বাংলা ভাষী মানুষ সেই সকল তথ্য এবং উন্নতি সম্পর্কে জানার থেকে অনেক পিছিয়ে। তাদের কে এই বিজ্ঞান ও নানা প্রযুক্তিক সম্পর্কে জানানোর জন্যই কৌতূহল।

বিজ্ঞান এর সাথে পড়ার আনন্দ যেখানে আলাদা

কল্পবিজ্ঞান থেকে প্রাচীন বিজ্ঞান সমস্ত ধরণের জনপ্রিয় বিজ্ঞানের লেখায় ভরা এই এই কৌতূহল। আছে বিভিন্ন রকম এর বিষয়। নানান রকম নতুন নতুন প্রযুক্তির খবরা-খবর। বিজ্ঞান এর ইতিহাস।

পড়ুন যেমন খুশি, যখন খুশি। পড়ান সবাই কে।

কৌতূহল হচ্ছে বিজ্ঞান বিষয়ক গ্রুপ ব্লগ। বিজ্ঞান বিষয়ে আগ্রহী পাঠকেরা ইন্টারনেটে যাতে এক জায়গায় কিছু লেখা পড়তে পারেন সেই উদ্দেশ্যে এই কৌতূহল তৈরি। আপনিও যুক্ত হতে পারেন কৌতূহল-এর সাথে।

বিজ্ঞানকে সব মানুষের কাছে জনপ্রিয় করাই আমাদের উদ্দেশ্য।

বিজ্ঞানের বিভিন্ন বিষয়গুলো গল্পের ছলে বলে সাধারণ মানুষকে বিজ্ঞানে উৎসাহী করা, মানুষকে বিজ্ঞানমনষ্ক করা। দুর্বোধ্য ভাষায় তত্ত্বকথা না বলে বিজ্ঞানকে সহজ করে বোঝানো, এই উদ্দেশ্যে নিয়েই পথ চলা শুরু আমাদের।

মতামত জানান কৌতূহল-এর প্রতিটি লেখা ও অন্যান্য বিষয় কে আরও উন্নত করতে।

কৌতূহল-এর কথা জানিয়ে দিন আপনার পরিচিতদের কাছে Facebook, Twitter, email-র মাধ্যমে। কিংবা মুখেমুখে। কৌতূহল-এর সঙ্গে যুক্ত হতে চাইলে আমাদের দরজা খোলা।

Showing posts with label অন্যান্য. Show all posts
Showing posts with label অন্যান্য. Show all posts

ইয়াহু ইমেইল টিপসঃ স্বয়ংক্রিয়ভাবে ইমেইল রিসিপিয়েন্ট ঠিকানা যুক্ত করুন


আমরা প্রতিনিয়তই নানান কাজে ইয়াহু ইমেইল ইউজ করি। অনেকের মেইল রিসিভ করি আবার অনেকেই মেইল পাঠাই। ধরুন, আপনি ৫০ জন ব্যক্তির সাথে প্রায়ই ইমেইল এ যোগাযোগ রাখেন কাজে অথবা ব্যক্তিগত প্রয়োজনে। প্রবলেম হল, এই ৫০ জনের মেইল আপনার জানা থাকতে হবে যখনি আপনি যে কাউকেই মেইল করেন না কেন! আচ্ছা মেনে নিলাম দেশের মধ্যে যে কাউকেই আপনি ফোন করে তার মেইল ঠিকানা জেনে নিতে পারবেন। কিন্তু সে যদি বিদেশে থাকে? অথবা সে আপনার বিদেশের ক্লাইন্ট হয়? ব্যাপারটি অনেক বিরক্তির বটে, তাই না?

কিন্তু ইয়াহু মেইলের ছোট একটি অপশন ব্যবহার করে আপনি এই কাজটিকে সহজেই করে ফেলতে পারবেন। শুধু প্রথমবার মেইল করার সময় আপনাকে মেইল অ্যাড্রেস চেয়ে নিতে হবে। এরপর প্রবলেম সল্ভড!
চলুন পদ্ধতিটি দেখিঃ
আপনার ইয়াহু ইমেইল আইডিতে লগইন করুন। লগইন হবার পর স্ক্রিনের উপরে থেকে Options > Mail Options এ ক্লিক করুন…

নিচের মত পেজ আসলে Options পেজের বাম দিকের জেনারেল সেটিংস সিলেক্ট থাকা অবস্থায় ডান পাশের নিচের দিকে থেকে Sending Messages অপশন থেকে Automatically Ad new recipients to contact অপশনে চেক মার্ক করুন। এবার পেজের উপরে থেকে Save করুন।

ব্যাস! আপনার কাজ শেষ! এরপর থেকে যতজন নতুন রিসিপিয়েন্টকেই মেইল করুন না কেন, তাদের অ্যাড্রেস অটো সেভ হবে আপনার মেইল কন্টাক্ট লিস্টে!
আশা করি যারা এই বিষয়টি জানেন না তাদের কাজে আসবে!

 
back to top